কবি নীলা হোসেন ‘ Leave a Comment / কবি নীলা হোসেন ‘ / January 12, 2019 January 12, 2019 / By sahitya patrika অপ্রার্থিত স্পর্শ বুঝতে পারছো আমি কতোটা বেমানান ছিলাম সেদিন। স্বর্ণময়ী ঝর্ণা বারবার পাহাড়ি শীতল ছায়ে ডেকে নিয়ে বলেছিলো—ফিরে যাও প্রিয় যেখানে সবুজ ফিঙ্গে পাখিটির ধূসর ঠোঁটে অবাধ সূর্যের মতো অত্যুচ্চ অন্তহীন গহীন চিত্রানুগ প্রেমস্পর্শের কাচতুল্যউদীপ্ত রশ্মির পবিত্র ধারা চিত্রিত হয়।।বুঝতে পারছো আমি কতোটা বেমানান ছিলাম সেদিন। অগাধময়ী উর্মিমালীর তলদেশে শুভ্র শুক্তি সবুজ প্রবাল বলেছিলো– ফিরে যাও প্রিয় যেখানে বেগুনী প্রতিধ্বনির প্রতিটি স্বরে নীলাভ তরঙ্গের প্রতিটি অঙ্কদেশে হৃদয়ের সুরছন্দ বিদিত হয়।।বুঝতে পারছো আমি কতোটা বেমানান ছিলাম সেদিন। গোলাপি সরোবরে মুগ্ধ পদ্ম পুষ্প বলেছিলো– ফিরে যাও প্রিয় যেখানেহলুদ বাতাসে প্রতিটি নিঃশ্বাসে হৃদয় কম্পিত অনুতপ্তের স্পষ্ট কহন উদীরিত হয়।। কবি নীলা হোসেন ‘