কবি বুভুক্ষু
পাঠক জোটে না
তাও সে লিখে যায়
কবি বিবস্ত্র
কাপড় নেই পরনে
তাও সে হেঁটে বেড়ায়
কবি তৃষ্ণার্ত
জল পাবে কোথায়
আকাশ পানে চায়
কবি ক্ষুধার্থ
খাবার জোটে না
কবিতা খাবার জোটায়
কবি দৃষ্টিহীন
তাও সে দেখে
সে দেখে কবিতায়
কবি আহত
তাও সে লড়ে
লড়ে মসি চালনায়
কবির ঘুম নেই
সে রাতের প্রহরী
সে লিখে যায়
কবি মূর্খ
বোঝে না কিছু
তাও বোঝে কবিতায়
কবি সব হারা
তাও আছে সব
সব মেলে কবিতায়।
কবি প্রেমিক
প্রেমিকা কোথায়?
তাও সে প্রেম বিলায়।