এতিম-*–*–*–*—*—*বৈচিত্র্যময় এই দুনিয়ায়, জানি না কে জম্ম দিয়েছে আমায়। আমার সমবয়সী অনেকে, জানেনা তাদের বাবা-মা কে। মাঝে মাঝে দাড়িয়ে, দেখি রাস্তার ধারে- বাবা-মা আদর করছে তার সন্তানেরে। তখনই চোখ দু’টো- করে ওঠে ছলছল, ধরে রাখতে পারি না দুচোখে জল। মনটা হয়ে যায় অশান্ত, স্বপ্নগুলো হয়ে যায় জীবন্ত। তখন অশান্ত মন বারবার বলে- আমি তো এমনি এমনি আসিনি এই পৃথিবীতে। আমার জন্য কেউ তো কষ্ট করেছে ১০মাস ১০দিন, তাহলে কোন অপরাধে আমি আজ এতিম? একটু পরে মনটা শান্ত করে ফেলি, আবার মনে মনে বলি- হয়ত আমার জম্ম হয়েছে সবার অজান্তে তাই আজ আমি, বড় হচ্ছি এতিমখানাতে।
যশোর জেলা
মনিরামপুর
লখাইডাঙ্গা ,
বাংলাদেশ