বাঁধন বিলাস
২৫/০৮/১৮
যৌবন যখন ষাটের বুড়া,
প্রেমের প্রস্তাব ধানের কুড়া !
যৌবনে ছিল হাজার বুড়ি,
এখন হলে জং ধরা ছুরি !
ষাটের বুড়া ভাবছে আজ,
পুরনো স্মৃতি দিচ্ছে লাজ
যুবতী পেলেই বুড়ার ফাঁদে,
ষাটের যৌবন এখন কাঁদে
ভাবছে বুড়া যৌবন হল পর,
দেহ শুকিয়ে হচ্ছে খড়
ষাটের যৌবন ভাবায় সব,
আঠারো কাল ছিল ক্ষুদ্র যব !
যৌবন ষাটে গেল বুঝি না,
বুড়ি তোকে আর খুঁজি না !
ফেসবুক থেকে বাঁধন বিলাস এর লেখা পোস্ট করা হল ।