আমি কলম।
আমি তোমার মনের মলম।
আমি সুখ দুখে তোমার সঙ্গে থাকি
দিইনি কখনও তোমারে ফাঁকি।
শেষ রক্ত বিন্দু পর্যন্ত তোমার মলম
আমি কলম।
কিন্তু একি তোমার অবিচার?
জীর্ণ শরীরে আমার কর অত্যাচার।
তোমার আঙুল দুটি
চেপে ধরে আমার টুটি।
আমি তো তোমারই ভক্ত
তবুও মুখ দিয়ে বের কর রক্ত।
নিংড়ে নিংড়ে ফেল মেরে।
নিষ্ঠুর তুমি আবর্জনায় দাও ছুড়ে।