আমার বড় কষ্ট হয়
বারে বারে ওয়েটিং-এ ফোন করতে
শুধু ওপাশ থেকে আওয়াজ আপনি যাকে ফোন করছেন এখন উনি অন্য কলে..!
একরাশ নিস্তবদ্ধ আচরণ সবার উপলব্ধির বাইরে।
কেটে যেতে থাকে আধ এক ঘন্টা,
ছটফট হাত ঠান্ডা বুকের ভিতর থাকা মনটা।
বারে বারে লাগিয়ে দি কল একই কথা ভেসে আসে কানে!
তবুও তোমার উত্তর দেওয়ার সময় টুকু নেই
এই তুমি শুধু ভালোবেসেছিলে আমাকে।
আমি এক দুই থেকে বারে বারে
যখন তোমায় কল করেই চলেছি
মনে হয় না একটি বারে কথাটা শুনি
নাহলে অন্তত কারণ টুকু বলি!
না না! তুমি কিছুই করো নি।
আমার সেই গভীর রাতে হাসফাঁস বুক
জলের অভাবে গলা আর কেমন যেনো অস্বস্তি
আমার এই অসুস্থ চিত্র তুমি কি আর ঘেটে দেখো!
তুমি এখন এগিয়ে যাওয়ার অন্য মোহে থাকো।
আমি কিন্তু এই সবের মাঝে অনেক অভিমান কষ্টের আড়ালে নির্লজ্জের মতোন কল করেই যায়,
আর শুধু ব্যস্ত ব্যস্ত শুনেই যায় শুনেই যায় শুনেই যায়!
অবশেষে আমি সেই তিলে তিলে শেষ
কি কেউ বুঝবে আমার বেদনার রেশ!
কষ্ট গুলো ক্ষণে মুহূর্তে জর্জরিত
আমি আবারো বারেবারে একই কাজ করতেই থাকি
অবশেষে তোমার ফোন আসে
বলো কিছু বলছিলে? নয়তো কোনো কারণ দেখিয়ে
আমি শুনে নি আবার অন্য সময়ের অপহরণ জুড়ে।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika