কষ্টে কি বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে?
শিশির ছোঁয়া সদ্য ফোটা গোলাপ মনটা কি
শুকিয়ে ঝরা পাপড়ির মত লাগছে?
তবে এটাই সময় যখন —
একটি উদাত্ত সুর বাঁধতে পারো
একটি বাঙ্ময় ছবি আঁকতে পারো
একটি চিত্ররূপময় কবিতা লিখতে পারো ।
পৃথিবীর সব সুন্দর ছবি
কষ্টের রঙে আঁকা ।
কষ্টে জীবন নষ্ট না
কষ্টেই সৃষ্টির লুকোলুকি খেলা ।