পাখি ওড়ে আকাশে
যায় সে এপার থেকে ওপারে
সুরের মুর্চ্ছনা বাতাসে
বাধা নেই কাঁটাতারে
বাধাহীন বিরামহীন প্রবাসে।
.
.
জন্ম তার ওপারে
কিন্তু আজ সে
নিষেধের পারাপারে
কাঁটাতারে বন্দী এপারে
বাধা থাকে চলনে বলনে
বন্দী সে ধর্মের কারাগারে।
.
.
নাগরিকত্বের নাগপাশে
সে জড়িয়ে থাকে
অবিশ্বাসের এ বাসে
আইনের বেড়াজালে
বিভেদের বিষ, শ্বাসে প্রশ্বাসে।
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika