.
.
সোম থেকে শনি শুধু দিন গুনি
রবি আসতে হয় এত দেরি
কাটেনা সময়, খালি ভয় হয়
বুঝি সময়ের চাকা থেমে যাবে এখুনি।
কাজ আর অপ্রীতিকর পরিবেশ
বদলে দিয়েছে পেশাগত অভ্যেস
পরিণত করেছে যান্ত্রিক মানব
কোমলতা হত্যা করেছে কোন দানব।
কর্মস্থলে যেতে অনীহা, কাজেও তাই
তবু আশা করি সময়ে যেন মাইনে পাই
যাই দেরি করে, ফিরি তাড়াতাড়ি
কেউ কিছু বললে মুখ করি ভারি।
ছুটি নিই মেপে, না দিলে উঠি খেপে
বছরে বার দুই ট্যুর করি সপরিবারে
যেতে হয় বিয়েবাড়ি, শ্রাদ্ধবাসরে
অফিসের কাজ রেখেদি ফাইল চেপে।