রাজসাক্ষী নরেন গোঁসাই । আসন্ন বিপদে-
রক্ত চক্ষু কানাইলালের রিভলভারের
গুলি হল না লক্ষ্যভ্রষ্ট ।
নিহত বিশ্বাস ঘাতক।
দিন টা ৩১শে আগস্ট ।
কানাই লালের ফাঁসির সাজা।
ভারত মাতার বীর সন্তান
হাসতে হাসতে মৃত্যুকে করিলেন বরন।
মিছিলে সামিল হাজার ভারত বাসী
পরশ পাবার তরে বীর সন্তানের শব।
মুখরিত আকাশে বাতাসে ধ্বনি বন্দে মাতরম ।
হতচকিত ব্রিটিশ পুলিশের লাঠিচার্জে মলিন হল না এতটুকু “জয় কানাই” ধ্বনি ।
লোকাকার কেওড়াতলা ।
একমুঠো চিতাভস্ম লইবার তরে।
ভিড় সামাল দিতে পাঁচ টাকা
দামে বিক্রি ছাই টুকু।
আসল চিতাভস্মের পঞ্চাশ গুন
দাম হয় বীর কানাই এর শব ছায়ের।
হাড়ে হাড়ে টের পায় ব্রিটিশ গোরার দল।
আশঙ্কা বিপদের-
এক কানাই দিয়ে গেল হাজার কানাই।
(বিঃদ্র 30 আগস্ট কানাই লালের জন্মদিন মতান্তরে 31শে আগস্ট।)