তপনে তাপিত তৃষিত হৃদয়
শরীর গদ্যময়
রুদ্রমূর্তি সহসা বেগে ধায়
কালবৈশাখী প্রলয়।
মত্ত মাতাল ধ্বংস লীলায়
সদা অশান্তময়
তাণ্ডব করি দামালের ন্যায়
কলিজা সিক্ত হয়।
নটরাজ রূপ মাতঙ্গ মাতায়
ধরিত্রীর ধূলিকায়
ডমরুধর আজি ডমরু বাজায়
ভৈরব ত্রিশূলাকায়।
রুক্ষ শুষ্ক ভূমি মাতৃকায়
সিঞ্চিত বারিধারায়
তব মলয়ে সিক্ত বসুধায়
জগৎ আনন্দময়।।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika