রাইকমল,রাধাবল্লভ,বহুবল্লভ যে কেউ হও তুমি,
কে তুমি কবি!
মাছের পিচ্ছল আঁশে বল্লম মারো
ঝলক্ ঝলক্ আদিম ঝলকে ফেরাও নত মুখ,
তুমি কার সখা,আহা!কার বিনোদন
কোথা বৃন্দা -সহচরা চরিত ভুবন,
ভুবন কেউ নয় আমৃত্যুর খোলস
আমার পুরুষ রেখে গেছে তিনযুগ আগে
তারপর দ্বাপর তারপর কলি ,বংশ রজস্বলায়,
আমার ভেতর যে গান,ভাষা কুসুম আবির
আপ্লুত নয়ন সোহাগী মদির
ওহে,কার চোখে আঙ্গুল বসিয়ে
কাঁদি সারারাত ?
বলো কে তুমি রাই,
কোথা খুঁজে যাই বিনোদন,এই অবসর
কোথায় হিরন্ময় প্রতিভায়
পুড়ে যাচ্ছে কবিতার রুটি!