.
চাঁদ ক্ষয়ে গেছে, আলো সরে গেছে,
ফুল ঝরে গেছে, সুতো ছিঁড়ে গেছে,
আর কোনোদিন দেখা হবে না বলে।
.
সময় থেমে গেছে, কথা মরে গেছে,
বিশ্বাস নড়ে গেছে, শূন্যতায় ভরে গেছে,
আর কোনোদিন কথা হবে না বলে।
.
কপাল ঘেমে গেছে, পা টলে গেছে,
মনোবল ভেঙে গেছে, শেষ বলে গেছে,
কোনোদিন তোমার কথা শোনা হবে না বলে।
.
পৃথিবীতে নাকি কোথাও, কখনও
শূন্যস্থান থাকতেই পারে না।
তবে মনের শূন্যস্থান পূরণ করবে
কার সাধ্য।
.
শূন্যস্থানের দিকে যাত্ৰা জীবনের অমোঘ সত্য।।
.