কোলাহল বারণ কেন ?
তোল কোলাহল আজ
মুখরিত হোক আকাশ বাতাস।
নীরব থেকো না
নিজেকে রেখ না লুকায়ে
সোচ্চার হও
প্রতিবাদ প্রতিরোধে ।
কোলাহল আজ আকাশে বাতাসে
জঙ্গলে সমুদ্রে
পাহাড়ের প্রত্যয়ে ।
কোলাহল চেতনায়
কোলাহল ভাবনায়
সুখে দুঃখে কোলাহল আজ ।
গানে কবিতায় কোলাহল
কোলাহল বিদ্রোহ মাঝে
কোলাহল শয়নে স্বপনে ।
কোলাহল পাখির গুঞ্জনে
বসন্তের বজ্র নির্ঘোষে
কোলাহল তুফানে তুফানে।
তোল কোলাহল মিছিলে মিছিলে
যুদ্ধের প্রাঙ্গণে
মহাকালের বার্তা কোলাহলে।
কোলাহল জীবনের মহড়ায়
ভোরে সূর্যের উদয়ে কোলাহল
কোলাহল রাতের জ্যোৎস্নায়।
নীরব থেকো না আর
নিজেকে রেখো না লুকায়ে
কোলাহল তোমার কোলাহল আমার।