কে যেন হরদম ডাকে আমাকে
বিষন্নতার রুমালে মন বেঁধে বলে
বিশ্বনাথ বুঝে নাও এই তোমার জগত
তোমার খুশীর তালে আর হ্যাংলা বৃষ্টি
সমতলে রাখে না পা।
মনোময় জগতে স্বপ্নময় অনুভূতি
ছিল এককালে। তাল বেতালে কথা বলত। আমাদের ছোট নদী বেগবতী বর্ষার
কল্লোল শুনে মা ভিজে কাঠের উনানে
চড়াতেন খিচুড়ি ।ফোড়ন এর আগেই ছোট বড় বিভিন্ন মাপের থালা পেতে বসে পড়তাম
আমরা চতুরঙ্গের দল। তখনও সরস্বতী
পুজো ছাড়াঅনুপ্রবেশ ঘটেনি খিচুড়ির।
আজ জানি না কেন আবার
এই ভোরপুর বর্ষায় ঢাতক কাঁদানো
দিনে নরম গরম খরার কথা পড়ছে আমার মনে।।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika