টাপুর টুপুর বৃষ্টি ঝরে
নদীর কলোতান
ইক্ষু ক্ষেতে গাইছে শিঁয়াল
হুক্কা হুয়া গান।
নদীর কলোতান
ইক্ষু ক্ষেতে গাইছে শিঁয়াল
হুক্কা হুয়া গান।
ময়না টিয়া ডাকছে বসে
কচি পাতার ফাঁকে
খুকুমনির ঘুম ভাঙলো
ব্যাঙের ঘ্যাঙর ডাকে।
কচি পাতার ফাঁকে
খুকুমনির ঘুম ভাঙলো
ব্যাঙের ঘ্যাঙর ডাকে।
ঝুপঝুপাঝুপ পরছে ফোঁটা
আষাঢ় শ্রাবণ ধারা
বাদল জলে ভিজবে খুকু
মন যে পাগলপারা।
আষাঢ় শ্রাবণ ধারা
বাদল জলে ভিজবে খুকু
মন যে পাগলপারা।
লম্ফ জম্ফ করছে রে খুব
দুষ্টু ছেলের দলে
মনের মতো ভিজলো খুকু
ওই না বৃষ্টি জলে।
দুষ্টু ছেলের দলে
মনের মতো ভিজলো খুকু
ওই না বৃষ্টি জলে।
মাঠঘাট আজ টইটুম্বুর
জলের তলায় ধান
কৃষাণ বধূ ভাবছে বসে
খাবার কোথায় পান!
জলের তলায় ধান
কৃষাণ বধূ ভাবছে বসে
খাবার কোথায় পান!