খুব সাধারণ ভাবে বাঁচতে চাই,
লবণ ভাতে দিন কাটুক
এমন একটা জীবন চাই।
হেসে-খেলে,দুঃখ-কষ্টে জীবন মরুতে ফুটাবো ফুল
এই আশাতে থাকতে চাই।
খুব সাধারণ ভাবে বাঁচতে চাই,
সূর্য ডোবার কারন নাইবা জানি,
হয়তো রাগে;হয়তো নুতন দিনের বার্তা
খামে ভরে আনবে বলে
সূর্য ডুবে দূর দিগন্তে।
তাতে আমার কি যায় আসে!
ডালিয়া ফুল দেখার আশা বুকের মাঝে পুষতে চাই।
লাল নীল না হলুদ সাদা,আজো তা হয়নি জানা!
মন পাখিটার ডানায় চেপে পৃথিবীটা ঘুরতে চাই।
খুব সাধারণ ভাবে বাঁচতে চাই,
হেসে-খেলে;
দুঃখ ভুলে আনন্দে বাঁচতে চাই।
লবণ ভাতে দিন কাটুক
এমন একটা জীবন চাই।