তোমরা বল ভুলোমনা
একটু ভুলে গেলে,
সারাদিন তো কার্টুন দেখি
টেলিভিশন খুলে।
ইস্কুলে যায় চোখটি মুছে
ভারী বইয়ের বোঝা,
ভরদুপুরে বাড়ি ফিরি
হাতটি ধরে সোজা।
নাকে মুখে খাবার গুঁজে
অঙ্ক পড়তে চলি,
ইংরেজি টা মনে রাখতে
মুখে মুখে বলি।
ফিরে ঘরে দেখি বসে
গানের দিদিমনি,
হারমনিয়াম ধরে এবার
সুর তাল চিনি।
ঘড়ির কাঁটায় সময় হল
ঠিক সাড়ে পাঁচ,
দেরি হয়ে গেল বুঝি
আছে আমাট নাচ।
সন্ধে বেলা পড়া আছে
অনেক অনেক টাক্স,
সামনেই পরীক্ষা চাই
হানড্রেড পারসেন্ট মাক্স।
রাত্রি হলে শুয়ে পড়ি
মায়ের যখন কোলে,
সবেমাত্র মা যে তখন
ফেসবুক টা খোলে।
আমায় বলে ওরে খোকা
দেখ টিভি খুুলে,
ড্রইং টাও করতে পারিস
ভালো না লাগিলে।
গোটাদিনের রুটিন আমার
সব দিলাম তুলে
সারাদিন কার্টুন দেখি
টেলিভিশন খুলে?????
Related Posts
যখন কাঁচের টুকরো ভেঙে
Leave a Comment
/ কবিতা, ছড়া, ফুলে ভরা প্রতিদান / January 14, 2019 January 14, 2019 / By
sahitya patrika
সর্ষে ফুলে প্রজাপতি ওই
Leave a Comment
/ কবিতা, ছড়া, সর্ষে ফুলের হাসি / January 30, 2019 January 30, 2019 / By
sahitya patrika