খ্যাতির চূড়া
—দীপক বেরা
তোমার খ্যাতির বিলাস বৈভব থেকে
এক অভিসারী আনন্দ ছড়ায়
তাই নিয়ে মজে আছ, দোল খাচ্ছ বারবার
নিজেকে বেশ একটা উচ্চতায় নিয়ে গেছ
ভুলেছ পথের কাঁটা, সোনালি বিষাদ
জেনে রেখো —
ওয়ালনাট ফিনিশ চিকন আসবাবের ভিতরও
লুকিয়ে থাকে, –নির্জন জমাট অন্ধকার
একটা জাহাজ কত নৌপথ ছেড়ে
এখন একটা নদীর পাথরে আটকে আছে
পাথরটা সরাতে যশের চূড়া থেকে, নিচে
গভীর আশ্রয়ে সেভাবে নামল না কেউ
ভর সন্ধ্যেবেলায় বিমর্ষ এক প্রৌঢ় নাবিক
জাহাজ ছেড়ে অনেক.. অনেকটা দূরে চলে যায়..
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৬|১১|২০২২
DIPAK BERA