
এমন করে চেয়ো না শ্যামা
আড় নয়নে চেয়ো না
তোমার ওই চাউনি দিয়ে
পাগল করে দিও না।
.
.
ওগো আমার কাজল নয়না
নয়নে প্রেম ঢেলো না
কাজল ওই চাউনি দিয়ে
আমায় পাগল করে দিও না।
.
.
পটল চেরা নয়ন দুটি
যেন গভীর সরোবর
সেই সরোবরের জলে
ডুবে যেতে বোলো না।
.
.
তোমার ওই নিটোল চোখে
আর তাকিয়ে থেকো না
মিছরির ওই ছুরি খান ্ দিয়ে
হৃদি ফালা কোরো না।
.
.
তোমার ওই বহ্নি চোখে
আগুন যেন ঝরে গো
সেই আগুনে ওগো শ্যামা
আমায় দগ্ধ কোরো না।
.
.
তোমার ওই চাউনি দিয়ে
পাগল করে দিও না।।
.
.