সুন্দরী গোলাপ তুমি
অপূর্ব তোমায় দেখতে,
সৌন্দর্য দিয়ে মুগ্ধ করো
মনকে পারো খুশি করতে।
ফুটে ওঠো ছোট্ট ডালে
ছোট্ট তোমার আকার,
আমার প্রিয় গোলাপ তুমি
প্রিয় সবাকার ।
শিখা বিহীন প্রদীপ যেমন
পারে না প্রদীপ হতে,
অনুরূপ তোমার সম্পর্ক
সেই ছোট্ট গাছটির সাথে ।
গোলাপ তুমি দিনে সুন্দর
সুন্দর থাকো রাতে,
আমার কাছেও সুন্দর তুমি
সুন্দর প্রেমিকার হাতে ।
প্রেমের প্রতীক গোলাপ তুমি
জাগাও মনে আশা,
প্রেমিকার বার্তা প্রেমিক কে দাও
ঘটাও ভালোবাসা ।
প্রেমের জগতে সুন্দর তুমি
সৌন্দর্য তোমার ডালে,
প্রেমিক-প্রেমিকা খুশি হয়
তোমায় হাতে পেলে ।
ডালে ডালে ফোটে শতকোটি ফুল
তোমার মতো কেন হয় না,
সৌন্দর্যে তুমি অবর্ণনীয়
তুলনা তোমার হয় না ।