ভুলিনি নারী, ভুলিনি তোমার প্রেম
ভুলিনি তোমার দেওয়া অযুত প্রশ্রয়।
করিনি অপরাধ, শাস্তি দাও যদি পারো
চাইবো না আর এতটুকু তব ক্ষমা
হৃদয় নিংড়ে আবার আনবো তুলে প্রেম
তোমার হৃদয়ে করে দেব তাকে জমা।।
সেখানে না থাকুক কয়লা না থাকুক হিরে
থাকবে ঘটপুজো কেবল– অন্তরে বাহিরে।।
যেখানে শুনবো বসে একা—–
” আলোয় হারালি যাকে
তাকে অন্ধকারে হাতড়া ।””