ঘুম বেশ
বেয়াদপ , রাত্রি হলেই এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়
বিছানায় বিছানায় নীল মশারির ভেতর খাজুরাহো মূর্তিগুলোর চোখে আয়েসের কাজল পরিয়ে দ্যায় ,
মূর্তিগুলো ঘুমোয় না ….
.
.
বেয়াদপ ঘুম,
গভীর রাতে আমার কাছে আসে চোখের পাতায় এসে আমার হিজিবিজি চিন্তার জালে জড়িয়ে পড়ে ,ছটপট করে পালায় | বলে নিশাচর |
.
.
নিশিরাতে
কবিতার সাথে কথা বলার সময়
ঘড়ির কাঁটা বারো ঘর ছুঁলেই আমার চিলেকোঠায় কবিতার সাথে পরকীয়া ভাঙ্গার আপ্রাণ চেষ্টা ,
.
.
ইদানীং তিনি মিশ কল করেন ,
.
.
আমি বুঝি উনি ঘুমোন নি তাই ঘুম কে বলি
ঘুম তুমি বরং আমার শ্রীমতিকে নিয়ে ঘুমিয়ে পড়ো , ঘুম পাড়াও
.
.
আমি কবিতার পরকীয়ায় বেশ আছি,
লেখাটার কয়েক লাইন বাকি ,
শেষ করি,
রাত্রি একটার পর এসো তুমি, শোবো
.
.
রাত্রি একটার পর ঘুম আর সহজে আসে না
রাত জেগে জেগে সারাদিনের চরকিপাক গুলো
মাথায় ঘুরতে থাকে ,কোন কোন ঘটনা মাথাটায় জ্যাম করে ,ঝেড়ে ফেলার চেষ্টা করি,
.
.
বিশ্বাস ,সমর্থন জানাই যে ভালোবাসাকে যাকে
ভালোবাসি সে কেন হুড়কো লাগিয়ে শুয়ে পড়ে স্বেচ্ছাচারের নোংরা বিছানায়,
সংকীর্ণ স্বার্থের জন্য
আমাদের ভালোবাসাকে বলি দ্যায়,
.
.
বলির পাঁঠার মতো ব্যা ব্যা করি,
অজস্র ঢাকের শব্দ,কান্না শোনা যায় না,
হাড়কাঠ ডাকছে,রক্তজবা গলায় ঝুলতে চায় ,
.
.
এখনতো
কবন্ধ হয়ে ঘুরছি,আমাদের মাথা নেই কিন্তু মাথাব্যথা আছে,মোড়ে মোড়ে,আড্ডায় ,
চা দোকানে,হুড়ুম দুড়ুম ,যেদিকে হাওয়া বইছে সেদিকে ভেলা ভাসানোর ,কত তোড়জোড়
.
.
হ্যামলিনের বাঁশি বাজায় বাতাস
কানু বিনে গীত নাই |
.
.
.
.