আসলে আমার ভেতরটা শুধু ভাঙ্গা আয়না..
আয়নার টুকরো টুকরো কাঁচ..
টুকরো টুকরো কাঁচ , তার প্রতিবিম্ব হয় না,
শব্দ নিয়ে বৃথাই লাফালাফি
করছি এতকাল….
কবিতার প্রেমে পড়েছি অথচ কিছুই বুঝি না,
সারা জীবন জুড়ে
মনের ভেতর ঢুকে যায় শুধু মেঘ,
বৃষ্টি হয় না,
স্কুলবেলা
ছুটির পর একটা সাদা পাথরকে ছুড়তে ছুড়তে বাড়িতে নিয়ে আসছি
পরদিন আবার তাকে স্কুলের টগরের তলায় রেখে টুপ করে স্কুলের ভেতর ঢুকে পড়ছি
কোন কোন দিন পাথরটাকে পকেটে নিয়ে সোজা বাড়ি …..
এভাবে একটা পাথর আমার হৃদয়ে বসেছিল কতদিন ,আজো বসে
আছে ঠিক কবিতার মতো ! সাদা পাথর ধূসর হয় না…
এখনতো শত শত পাথরের তলায় চাপা পড়ে যাচ্ছি ভাবনার
সময়টুকু নেই ,কবিতার শরীর ছুঁবো কি করে ,দূর থেকে কবিতাকে
দেখি
কবিতা এগিয়ে যাচ্ছে তীব্র গতিতে…….
আমার আশৈশব প্রেম ছিন্ন বিচ্ছিন্ন করে কবিতা দূরে সরে যাচ্ছে
আমি ঠিকমতো প্রেমের ফুল নিয়ে পৌঁছতে পারছিনা…..
তোমরা যে যাই বলো আমি আমার ঘরটিতে
লুকিয়ে থাকতে চাই প্রেম হারানোর লজ্জায়,
আমার ঘর থেকে এক পাও বাইরে যেতে মন চাইছে না আর
সোজা পথে না হলেও
ঘুরপথে…
ব্যর্থ প্রেমের ফুলগুলো পাঠিয়ে দিচ্ছি তাই….
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika