চলেছি – রণেশ রায় Leave a Comment / চলেছি - রণেশ রায় / January 18, 2019 January 18, 2019 / By sahitya patrika আমি এক পরিব্রাজক চলেছি পথ বেয়ে নিশান হাতে বিপদসংকুল সে পথে নিঝুম জঙ্গলের নীরবতা ভেঙে সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে পাহাড়ের উত্তুঙ্গে জনপদে মিছিলে মিছিলে জীবনের কোলাহলে মিলি আমি সকলের সাথে রক্ত রাঙা সে পথে ডিঙা বেয়ে আমি চলি পদব্রজে উদয়ের পথে দেখা পাবে আমার।