চলো যাই ফুলের দেশে

চলো যাই ফুলের দেশে

চলো যাই – – –
চলো যাই ফুলের দেশে
পাঁশকুড়া থেকে ক্ষীরাই।
গুটি গুটি পায়ে চলো আজ
দোকান্ডার ফুল বাগানে যাই।
ফুল তুলি মালা, তোড়া বানিয়ে
নিজেকে মনের মতো সাজাই।
দুখঃ, শোক, তাপ ভুলে চলো
আজ তবে প্রকৃতির কোলে।
ব্যর্থতার বেদনা তো রয়েছে মনে
মনের চাপা কষ্ট, ক্ষোভ ভুলে
ফুলের মতো মুক্ত হোতে চাই ।

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply