নিরবতা দিয়ে কিভাবে ঢেকে রাখি ,
এখনো অভাগা বাতাস চাপা শ্বাস ,
গহীনে ডুব দিয়ে যায় পানকৌড়ি ,
যদিও নিকোটিন ছারখার করে ছিলো বুক ঊনআশিতে,
এখনো মাছের মরা চোখ দেখে অভিমানে মরে বিরহ পৃথিবী,
এঁটুলি পোকার মতো কামার্ত নিশ্বাস, সমাজে ঘূণপোকা বিদ্যাসাগর ভাঙ্গে,
দুঃখের কথাগুলি কাকেই বা বলি |
চাঁদ চুরি কোরে মেঘ খিল খিল হাসে
নৌকায় উঠে শুধু বিষধর সাপ
শিল্পের কথাগুলি বাবুই এর মুখ থেকে শুনে
চড়াই এর মতো মানুষেরাও নিশ্চিহ্ন হয়ে গেছে |
শুধু সুরে ,
সুর তুলে তুলে ,কাঁদে বুলবুলি
ছাদের কার্নিসে কার্নিসে |
চল্লিশ বছর পর |
এ কোন মরা পৃথিবী!