ছেলে ছিলো ভারি আজব চাঁদ নাকি তার পিয়া। বৃষ্টিতেও সে চাঁদ কে খোঁজে, কাঁদে তার হিয়া। চাঁদের আলো দেখবে বলে দাড়িয়ে আছে একা। মেঘের কোলে লুকিয়ে যে চাঁদ, পায়না চাঁদের দেখা। তবুও সে মানতে নারাজ চাঁদ নাকি তার আসবে, মেঘের ভেলা সরিয়ে আবার নতুন করে ভাসবে।