লাল রং
………………..
লাল রং ভালোবাসি
লালফুল ফোটে যদি
লালপাখি আসে বনে
রোজ তাই বাগানে আসি ।
#
সাঁঝসকালে সূর্য ছড়ায় হাসি
লালে লাল চরাচর
লাল চেলি পরে আসে
আমাদের আলতা মাসি ।
#
শিমুল ফুল বাজায় বাঁশি
বসন্ত আসে কুহুর গানে
লাল গোলাপ হাতে নিয়ে
মন আজ হয় উদাসী ।
#
লাল মোরামের ধুলো রাশি
উড়িয়ে পথে বাউল হাঁটে
মনের মানুষ খুঁজতে খুঁজতে
হাঁটতে থাকে দূর পিয়াসি ।
___________________________
এই সকাল মায়ের মতো
—————————————
সাদা বকের ডানার মতো
আকাশটা আজ সাদা,
মনের কোণে বইছে নদী
কোথাও নেই কাদা ।
#
গাছে গাছে ডাকছে পাখি
মন উদাসের সুর,
রঙিন শাড়ি দিচ্ছে মেলে
সোনালি রোদ্দুর ।
#
আমার মায়ের মুখের মতো
সকাল এলো আজ ,
বাংলা জুড়ে মা’র সংসার
অসমাপ্ত কাজ ।
#
সবুজ মাঠে দুলছে হাওয়া
যেন মায়ের আঁচল ওড়ে ,
ঢেউ উঠছে নদীর ঘাটে
যেন পানি তুলছে কলসি ভরে ।
#
দেখতে দেখতে বাড়ছে বেলা
সবাই যাচ্ছে দূরে দূরে ,
নদী মাঠে ঘরে দোরে
কেউ আমায় ডাকবে না নাম ধরে ?
কালবোশেখী
————————
কালবোশেখী ঝড়ে
উড়িয়ে দিল ঘর,
এখন ভাঙা ঘরে
কাঁপছি থরথর ।
#
বৃষ্টি ঝরছে মাথায়
থেকে থেকে বাজ,
কড়কড়াক্কড় শব্দে
কী তাণ্ডব নাচ !
#
বিকেল থেকে রাত
ছুটছে দানবরাজ ,
ভেঙেচুরে বিনাশ করা
এই কি তার কাজ ?
#
পাখপাখালি কোথায়?
গাছগাছালি ফাঁকা,
ডাল ভাঙছে মটমটামট
আকাশ কালো বারুদ মাখা ।
__________________________
বর্ষা আগমন
———————-
বর্ষা আসছে বলে
ব্যস্ততা বাড়ছে,
পিঁপড়েরা পাড়ছে ডিম
মেঘদূত ছুটছে ।
#
চারিদিকে ছড়িয়ে পড়ছে
খবর ,
নৌকাটি মেরামত করছে
শবর ।
#
চাষিরা বাঁধছে আল্
পাখি বাঁধছে বাসা,
ব্যাঙেদের গর্ত ছেড়ে
জলাশয়ে আসা ।
#
দাঁড়কাক উড়ে আসে
রুখুসুখু ডানা ,
কা কা রবে তার
জানাচ্ছে বেদনা ।
#
নদীতে বাড়ছে জল
মাছরাঙা কোথা ?
তার সঙ্গে মন আজ
চাইছে বলতে কথা ।