তোমাদের হয়ে আমি কাটিয়েছি বহু রাত্রিদিন
দৌড়ের ঘোড়ার মতো চালকের চাবুকের আঘাত সয়ে
নমোনমো স্বরে মস্তক নত করে শত ভয়ে__
খেটেছি আমি; এক মুঠো অন্ন ছিল তার সবকিছু
এখন আর এসবের কাছাকাছি যেতে বা তার পিছু__
ক্ষণ ক্ষয়ের কাল নেই, দাঁড়াতে হবে আমারও এ ভয়ে
সবুজ কাঁঠাল পাতা হলদে টিয়ের মতো পরাজয়ে
আমি তাঁরে-ই স্মরি যে চালক চলে চালকবিহীন।
প্রাগৈতিহাসিক বটের মতো ছায়াধার হতে পারি
আমিও, যদিও আমার উঠা বসা নির্ধিরিত
আবার অশ্বের পায়ে ধুলোর মতো ঝরে যেতে পারি
বৈরী হাওয়াতেও ঘুড়ির মতো ছিঁড়ে যেতে পারি
তবু আমার বিশ্বাসের ওপর বিশ্বাস-ই __পরীক্ষিত
চালকবিহীন চালকের কুরুণায় বেঁচে যেতে পারি।