রুপসীর চোখ ইশারায়
ফাগুনের আগুন জাগায়
জোয়ার জাগায় মন যমুনায়।।
কাঁকনের রিনিঝিনি, আলতা পায়ে যিনি
লাগে যেন চিনিচিনি, উদাসী পথিক বানায়।।
লাগাল রুপের নিশা, পথিক হারায় পথের দিশা
শাপলা যেন জলে ভাসা, চাঁদের জোছনা হার মানায়।।
চিকন তার দেহের গড়ন, কণ্ঠে সুর কুকিলার মতন
মায়াবী অবয়বে যাদুর আকর্ষন, চিরল দাঁতে মুক্তা ঝরায়।।
মায়াবী চাহনীতে, তীর বিধেঁ বুকেতে
প্রাণ যায় যন্ত্রণাতে, বাঁচার আছে কি উপায়।।