খুদে ছড়া গরম বড়া
আয় আয় খুদে ছড়া
ছুটে ছুটে আয়
খাবো আয় গরম বড়া
ভাজছে ভদু রায়।
সূয্যিমামা কই
ঊষা এসেছে ভোর হয়েছে
সূয্যিমামা কই ?
সূয্যিমামা মুখ ঢেকেছে
মেঘের কোলে ওই।
খাবি আয়
আয় আয় খুকু আমার
গেলি সোনা কই
এদিকে আয় খাবি তুই
দই আর খই।
দেখবি আয়
আয়রে বুকু দেখবি আয়
খুকু কেমন দোল খায়
মিনি বেড়াল হেঁটে যায়
তিনটে শালিক দাঁড় বায়
নদীতে ওই এলো বান
নৌকা ভেঙ্গে খান খান।
আয়রে আয়
আয় রে আয় টিয়ে
শোনরে মন দিয়ে
কোথায় তোর নাকটা !
খাবি তুই গাট্টা
গায়ে সবুজ কোটটা
লাল তোর ঠোঁটটা।