শিরোনাম -স্বপ্ন
কলমে–ছন্দা পাল
তারিখ -১৭/০৩/২০২৩
———————————————-
আকাশ,জানো কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। দেখলাম একটি নাম-না-জানা পাখি
উড়ে চলেছে আকাশের নীলে, আমি তার সুউচ্চে
মেলে দেওয়া ডানা দুটো দেখতে দেখতে এক
গভীর আবেশে আচ্ছন্ন হয়ে অপলকে চেয়ে
ছিলাম সুনীল আকাশের পানে।সহসা আমার
নাম ধরে ডেকে উঠলে তুমি, তোমার ডাকে নিজেকে ফিরে পেলাম আমি।
আচ্ছা আকাশ,আমায় একদিন সাগর দেখাতে
নিয়ে যাবে?—-আমি কখনো সাগর দেখিনি
জানো। মনে মনে শুধু সাগরের ছবি আঁকি!
জানি না আমার কল্পনার সাগর আর সত্যির
মাঝে কতটুকু মিল আছে। আমার খুব ইচ্ছে করে সাগরের বালুকাবেলায় তোমার হাত ধরে
হাঁটতে। খুব ইচ্ছে করে তুমি আর আমি দুইজনে
সাগরের পাড়ে গিয়ে বসবো,যখন অস্তমিত
সূর্যের অপূর্ব কিরণে সাগরের পাড়ে এক মায়াময় দৃশ্যের সাক্ষী হয়ে থাকবো আমরা।
সাগর পাড়ে সূর্যাস্ত দেখতে দেখতে দুজনে
বালুচরে বসে অশান্ত উর্মিমালার দিকে চেয়ে
চুপচাপ বসে থাকবো আর মনে মনে ভাববো
আমরা দুজনে এমন এক জায়গায় হারিয়ে যাব
যেখানে নেই ধর্মের ভেদাভেদ, যেখানে নেই
ধনী গরিবের বিদ্বেষ,নেই মানুষে মানুষে
হানাহানি। শুধু আছে মানুষের সাথে মানুষের
পবিত্র সম্পর্ক,একে অপরের সাথে শুধু
অমলিন ভালোবাসা দিয়ে তৈরি পৃথিবীর স্বর্গ!