সে টুকু সে অবধি মহাজাগতিক
কঠিন গরল মত সত্যের সন্নিবেশ স্নাত
হৃদয়ের অদেখা যা, নাবোঝা ভাষা,
এবং অবাধ্য প্রায় অন্তরালে
প্রেম প্রীতি ভালোবাসা।
কার আছিল ভরা আঁচলের শেষপ্রান্ত
তার নক্সায় ইচ্ছাগুলি নক্ষত্র হয়ে
দিনরাত ভাসমান, সবই নাবলা কথা –
মিটি মিটি করে চায়, দূরত্ব মাপে,
রাতভর নিদারুণ বৃষ্টি আশ্রিত একাকীত্ব
চির শিশু মন গভীরতা খোজে,
বর্ষা রঙ আপন ঢঙে সে যা চেয়েছে
তা সম্বল করেই নীরবতার ছবি আঁকে।