বলবীর পালোয়ান,চেনো নাকি তাকে?
জানলার কাঁচ ভাঙে,
যদি জোরে হাঁকে।
.
এই বড় গোঁফ তার,রাগ মাখা চোখ,
অতি বড় পালোয়ানও দেখে তারে,
গিলে ফেলে ঢোঁক।
.
রামধনু পাগড়ীতে,লাঠি নিয়ে হাতে,
ছোলাভাজা খায় বসে,
প্রতিদিন প্রাতে।
.
কভু যদি দেখা পাও,পেও না’কো ভয়,
হতে পারে রাগী বড়,
তবে মানুষ টা মন্দ নয়।
.
Sarmistha Guha Roy(Majumder)
.
অঙ্কন-পর্ণিকা মজুমদার, বয়স-সাত, শ্রেণী-দ্বিতীয়, নির্মলা কনভেন্ট স্কুল,শিলিগুড়ি।[Daughter of Sarmistha Guha Roy(Majumder)]