জটিল ধাঁ ধাঁ : বিশ্বনাথ পাল

জটিল ধাঁ ধাঁ : বিশ্বনাথ পাল

কে বড়,

বাবা 

না

মা?

নিয়ে 

ভাবনা

সেই

কবে

শুরু,

দুজনেই

মহাগুরু,

তাই—

কেউ

বলে

বাবা,

কেউ

শুনে

হাবা,

কেউ

বলে

মা,

কেউ

বলে

আরে

না না

পুরুষ

আর

প্রকৃতি,

যেমন

শিব

আর

শক্তি,

দুজনে

দুই রূপে

এসে

চুপে

নেয়

লুফে

তোমারে

তাই

করো 

পুজো 

দোহারে

তবে

কেন

দিন

দিন

শুধিতে

তাদের

ঋণ 

বৃদ্ধাশ্রমে

হয়

বিলীন ??

Leave a Reply