কলম যত মুল্যবান হোক ভাইরে ভাই
কালি ছাড়া তার বিন্দু মুল্য নাই।।
মানুষ হল শ্রেষ্ঠ সৃষ্টি আছে বলে বিবেক
বিবেকহীন মানুষ হারায় তার শতেক
তখনি সভ্য সমাজ এক বাক্যে ধিক্কার জানাই।।
চরিত্র অমুল্য সম্পদ জ্ঞানীর বাণী
এ সম্পদে ঘুণ ধরিলে হারা হল সবখানি
এক ড্রাম দুধ এক ফুটা কেরোসিনে ফেলে নষ্টাই।
সকল পাপের বাপ মিথ্যা কথন
সত্যের দাপটের অদৃশ্যশক্তি অনেকক্ষণ
কোন বুকেতে চালায় ছুরি সত্য জলে ভাসাই।।
জন্মের সাথে মৃত্যুর অপূর্ব মিতালী
জন্ম আছে মৃত্যু আছে রদ হবে না বলি
শেষ বেলা কেমনে পাবে রেহাই, জবাব চাই।।