
আকাশের বুকে মেঘেরা
কত ছবি আঁকছে|
কত সাজে সাজছে |
কল্পনার রঙ তুলিতে
মনের ক্যানভাসে কখন
তাকে পাহার ,কখনও মানুষ
নানা ভাবে দেখছি|
বৃষ্টি হয়ে ঝড়বে যখন মেঘ
মুছে যাবে সব ছবি |
জীবন ও তো একই ভাবে
রঙিন তুলিতে কত ছবি আঁকে |
কিছু ছবি হয় তো উজ্জ্বল হয়
কিছু চিরতরে মুছে যায়