জীবনের ভেলা : দয়াময় বাগ

জীবনের ভেলা : দয়াময় বাগ

অহেতুক সব কল্পনা,তাকে আঁকরে ধরে বাঁচা,

মনের গভীরে ছন্দ তুলে,মুহূর্তেই তাতে নাচা।

জীবন এত সহজ নয়,ছন্দ ধরে রাখা।

কখনও ভালো কখনো মন্দ,এই নিয়ে জীবন মাখা।

ভালো সময় ধীরে আসে,চলে যায় খুব দ্রুত,

মন্দ সময় তারি পাশে, থাকে অবিরত।

ভালো মন্দের হিসেব নিকাশ,মেলানো বড্ড কঠিন।

জীবন নদীর ভাঙা তরী, সবটাই ভিত্তিহীন।

তবুও অলীক কল্পনা সব ঘুরছে পিছু পিছু,

এমনি করেই দেখছি স্বপ্ন,নিত্য নতুন কিছু।

দর কষাকষি জীবন যেন হাট বাজারের খেলা,

নীরব ছন্দ,ভাল-মন্দ জীবন নদীর একমাত্র ভেলা।

Leave a Reply