অবাক জীবন অবাক করলে আমায়
আমি যে দেখি তোমায় বার বার
দিনের প্রভায় রাতের জ্যোৎস্নায়
পূর্ণিমার রাতে তুমি অন্ধকার
বৈচিত্রে ভরা চরিত্র এক
শ্রাবণের বন্যায় তৃষ্ণা তোমার
তোমায় দেখি বৈপরীত্যের আঙিনায়
তোমায় দেখে আমি অবাক আবার।
তুমি এক উন্মুক্ত আকাশ, সদা চলমান
উদয়ের পথ ধরে অস্তাচলে যাত্রা তোমার
সময়ের হাতে হাত রেখে জীবন বহমান
এ প্রান্ত থেকে ওপ্রান্তে প্রবাহ যার
সৃষ্টি ক্ষয় লয়ের ধারাবাহিক উপাখ্যান
দিন রাত সূর্যকে প্রদক্ষিণ অবিরাম
অসংখ্য চরিত্রের সমাবেশে সে মহীয়ান
আশা হতাশা আনন্দ নিরানন্দে ভরা জীবন
জীবন আমাদের লড়াইয়ের প্রাঙ্গন
আমরা সৈনিক, যুদ্ধ আমাদের সর্বক্ষণ।