জীবন বোধ : রত্না দাস

জীবন বোধ : রত্না দাস

পবিত্রতা, এক দূর নক্ষত্র

যা মিটিমিটি হয়ে জ্বলে

সরলতা, এক বহতা নদী

যা স্বচ্ছতোয়া হয়ে বলে।

সততা, এক স্বাভাবিকতা

যাকে রাখতে হবে ধরে

ভাবালুতা, এক স্বপ্নিলতা

যা প্রেম হয়ে ঝরে।

হিংস্রতা, এক পাশবিকতা

অস্বাভাবিক দৃষ্টি

ভালোবাসা, এক আবিলতা

সার্থক সুন্দর সৃষ্টি।

Leave a Reply