দু:খ এসে ছিঁড়ে দিক পাতা
জীবন থেকে সুখ ছিঁড়ো না,
ফুল ঝরে ঝরুক,গাছ কেটো না।
রক্ত ঝরে ঝরুক,দু’হাতে ফুল
চেপে বলো-আছি,থাকবো…
এগিয়ে যাও,পিছিয়ে এসো না।
অনেক রাস্তা এখনো বাকি…
সময় চিনিয়ে দেবে অচেনা সব,
জীবন একটাই,প্রস্তুত হও।
দু:খ এসে ছিঁড়ে দিক পাতা
জীবন থেকে সুখ ছিঁড়ো না,
ফুল ঝরে ঝরুক,গাছ কেটো না।
রক্ত ঝরে ঝরুক,দু’হাতে ফুল
চেপে বলো-আছি,থাকবো…
এগিয়ে যাও,পিছিয়ে এসো না।
অনেক রাস্তা এখনো বাকি…
সময় চিনিয়ে দেবে অচেনা সব,
জীবন একটাই,প্রস্তুত হও।