জীবন সমুদ্রে তরী বেয়ে
ভাটা আর জোয়ারে
চলি আমরা অজান পাড়ে।
জীবন পর্বতে
চড়াই উৎরাই ধরে
চড়ি আমরা শিখরে।
জীবন জঙ্গলে
আঁধার পেরিয়ে
চলি আমরা উদয়ের পথে।
জীবনের মরুতে
তৃষ্ণার ইশারায়
দেখা পাই সরোবরে।
জীবনের হাহাকারে
ক্ষুধার তাগিদে
দাবি আমাদের অধিকারে।
জীবনের কোলাহলে
অধিকারের দাবিতে
মিলি মোরা যুদ্ধের প্রাঙ্গনে।