জ্বলে যায় ঘাস
জ্বলে যায় আশ
জ্বলে যায় প্রাণ
জ্বলে যায় ধান।
জ্বলে যায় সুখ
জ্বলে যায় বুক।
জ্বলে যায় মাটি
জ্বলে যায় ঘাঁটি।
জ্বলে যায় রাত
জ্বলে যায় তাত
জ্বলে যায় দিন
জ্বলে যায় ঋণ
জ্বলে যায় সব
জ্বলে যায় শব
জ্বলে যায় মান
জ্বলে যায় কান
জ্বলে যায় ঘর।
জ্বলে যায় নর
জ্বলে যায় নারী
জ্বলে যে বাহারী
সিফনের শাড়ি
যার রঙ নেহারি
জ্বলে আগুনের গোলা
জ্বলে মন জ্বলে দোলা
জ্বলনের গুনে
হৃদয় আগুনে
হয় যে ছাড় খার।
জ্বলে দিন আবার
জ্বলে ঋণ বাধার
মন খট খট সার।
হৃদয়ানলে
যেন জ্বলে
হই শুদ্ধ
হই ধদ্ধ
জ্বলে জ্বলে
যেন জলে
আহ্লাদে যাই গলে
শান্তির ঐ সলিলে।।