মেখেছি তো গায়ে কত
তেল , ‘জ্বালা’ , ঘী ,
সয়েছি তো গায়ে কত
উঃ , আঃ , ছিঃ !
দেখেছি তো পথ কত
সোজা আর বাঁকা
হেঁটেছি তো পথ কত
ভীড়ে ঠাসা একা !
কেটেছি তো রাত কত
হাসি আর গানে ,
দলেছি সে রাতে কত
অসহায় প্রাণে !
ঝরায়েছি অশ্রু কত
বুকে চেপে ব্যথা
খুঁজেছি সে অশ্রুতে যত
আপনার গাঁথা !
কেঁদেছি তো কান্না কত
অস্ফুটে অন্তরে ,
আজও কেঁদেই চলেছি কান্না
মাঠে , ঘাটে , প্রান্তরে !