ঝরাপাতা : সাবিনা খাতুন

ঝরাপাতা : সাবিনা খাতুন

শুকনো ঝরাপাতার মত ,
কুঁকড়ে যাচ্ছি আমি ।
পড়ছে মনে , খানিক আগে ;
ছিলাম হয়তো দামী ।
যখন ছিলাম তোমার শাখায় ,
সবুজ হয়ে বসে ….
বলতে তুমি ,
“আমায় ছেড়ে পড়বে না তো খসে “।
এখন আমি ধূলোয় পড়ে ,
দেখছো তুমি দুচোখ ভরে ।
দেখছি তোমার শাখায় শাখায় ,
আসছে নতুন পাতা !
এখন কেন ?
দেখবে আমায় !???
“আমি যে এক ঝরাপাতা”।

Leave a Reply