ঝিনুক খেলায়

ঝিনুক খেলায়

ঘুরেতে ঘুরতে বালুকাবেলায়
ঝিনুক দেখেছি অনেক
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে
হাজার এবং শতেক।
সঙ্গিনী সাথে থেকেছে আমার
নিরালা মনের সাগরে
ঢেউ সংসারে ঝিনুক খেলায়
মনকে কিনেছি মোহরে।
মুক্তোর দানা আছে কিবা নেই
খুঁজতে চেয়েছি বাহিরে
যে যার নিজের গরিমা মহীমা
হারিয়ে ফেলেছি অচিরে।

দীপঙ্কর বেরা

Leave a Reply