.
এভাবে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না বলে
আকাশ আমাকে ডেকে নিয়ে বলে গেলো এসো
মেঘের ভেলায় ভেসে বেড়াই,
মাঝ রাতে কত চাঁদ শুকতারা পুড়ছে , ভোরের শিউলিরা ঝরবে ,ঝরার তো এখনো অনেক বাকি ,
তোমার মালা গাঁথার ঢের সময় পাবে |
.
আমি আমার আকাশকে সাথে সাথেই
না করে দিয়েছি,
.
এখনতো আমি প্রথম প্রেমের যন্ত্রনার মতো বুক
ঢিপ্ ঢিপ্ ভয় টাকে নিয়ে বাসে পার হচ্ছি জয়পুর জঙ্গল,
চাঁতরা মোড়ে নেমে,আলপথ ধরে সোজা উত্তরে চলে যাবো টানাদিঘি |
.
মেঠো পথে ঘুরে ঘুরে টানাদিঘির স্বচ্ছ জলে খুঁজে নেবো স্বপ্নার করুণ ছলছল চোখ দুটি
.
তারপর বন্ধুর বাড়ি |
.
.
শান্তি,তারাপদ আছো কোথায়, চল্লিশ বছর পরে
এইতো ফিরে এসেছি
কোথায় হারিয়ে গিয়েছে ….
.
শেফালি পূর্ণিমার ~কোনো খোঁজ জানো কি ?.
এরপর হলুদ সরষের খেত,ধান গম সব্জির
আলপথে বসে আরো আরো চুম খাবো
স্মৃতির ছবিগুলোয়
.
কারকবেড়িয়ার গোপাল বুড়ো হয়ে গেলি না কি !
.
ঊনআশির আমি ফিরে এসেছি
.
..
কুড়ি বছরের টকটকে মন আর ঘ্রাণ নিয়ে
শুঁকে যাচ্ছি সারমেয়ের মতো,স্মৃতির
টানাদিঘি |
.
.
.
.