পিন্টু বাবু সফেদ -প্রিয়,
সাদা পোষাকেই খুশী।
কিন্তু বাবু পানের পিকে
রাস্তা সাজান বেশী।
বেলিদেবী পুণ্যবতী,
ফুলে সাজান দেবাসন।
নিজ বাগান ছেড়ে তিনি
সাফাই করেন পরের কানন।
হরেনবাবু ব্যবসায়ী লোক,
পয়সা ঠাসা ঘর।
ছোট্ট ছেলে ভিক্ষে চাইলে
মারতে ছোটেন চড়।
হায়রে মোরা,কপাল পোড়া,
সদা অঙ্ক কষে চলি।
নিজের বেলায় বেঠিক অঙ্ক,
অন্যরে ভুল বলি।