আমার ভাবনা আজও আমায় ভাবায়
আমি বাঁচি আমার চেতনায়
জীবন সমুদ্রে খেয়া বাই
সুদূরের গান গাই
আমার এই গোধূলি বেলায়
রাতের জ্যোৎস্নার অপেক্ষায়,
আমি শুনি আগামীর বার্তা
অজানা পথে আমার যাত্রা।
.
কে মেরেছো কে ধরেছো
কী দিয়েছো গাল?
তাইতো খুকু রাগ করেছে
চোখ হয়েছে লাল!
ঠোঁট উল্টে ঠোরেঠারে
দেখে খুকু বারেবারে
বেড়ালটারে
মা কে দেখে না।
কাছে গেলে সরে দূরে
কান্না জোড়ে নাকি সুরে
ভাল মন্দ কিছুই দেখে না!
মান করেছে অভিমানী
জানি আমরা সে তো জানি
ভাঙাই কিসে মান?
তোমরা যদি জেনো থাকো
কাছে একটু গিয়েই দ্যাখো
ভাঙে যদি মান !
.
কোন এক কর্তব্যের টানে
টেনে নিয়ে চলি সংসার,
আমার স্মৃতির কবরে
প্রতিটি দিনের দিনগত সৎকার,
আদির গর্ভে কলির সমাধি,
আগামী মেলে এসে বর্তমানে
বর্তমান হয়ে যায় কোন সে আদি।
আমি এগিয়ে চলি আমার অন্তে
কোথায় জানা নেই আমার
অন্তর্জলি যাত্রা কোন সে দিগন্তে।
বিষাদ বেদনা নয় অন্তর্জলি এ যাত্রা
এ যে চিরন্তন বয়ে চলে নতুনের বার্তা
কালের প্রবাহে এ এক অনিববার্যতা
এ নয় আমার বেদনা বিষণ্নতা।
আমার বিদায়ে এ যে নতুনের ধ্বনি
কান পেতে শোনো সে পদধ্বনি।
.